বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

Looks like you've blocked notifications!
বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের আজকের দিনে খন্দকার দেলোয়ার হোসেন মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা ও মানিকগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার সকালে মাণিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঘিওর উপজেলার পাচুরিয়া জামে মসজিদে করব জিয়ারত ও আলোচনা সভার পাশাপশি আগামী শনিবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আলোচনা সভা হবে।

খন্দকার দেলোয়ার হোসেন পাঁচ বার নির্বাচিত সাংসদ ছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য তাঁকে একুশে পদক দেওয়া হয়।