বিএনপি আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে : সাঈদ খোকন
আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
আজ শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের বক্তব্যে সাঈদ খোকন এ কথা বলেন।
সাবেক মেয়র বলেন, ‘বিএনপি আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, লোডশেডিং নিয়ে আন্দোলন করছে। আমরাও জানি, সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কষ্ট পাচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। বিএনপি ও আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, তারা কোনো সমাধানে না গিয়ে আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
সাঈদ খোকন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমস্যা সমাধানের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। এটা আমাদের ও বিএনপির মাধ্য পার্থক্য।’
আজ শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর পুরোনো বাণিজ্য মেলার মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলন উপলক্ষে মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ ছাড়া বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জে পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।