বিএফআইইউর প্রধানকে হাইকোর্টে তলব
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন গ্রহণ না করে, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ সম্পর্কে পাওয়া তথ্য প্রতিবেদন আকারে গতকাল সোমবার হাইকোর্টে জমা দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। প্রতিবেদনে কোনো সিল, এমনকি স্বাক্ষর নেই।
আজ মঙ্গলবার শুনানির সময় আদালত বলেন, ‘এটি দায়সারা কাজ।’ হাইকোর্ট বলেন, ‘এভাবে কাজ করলে আপনার দুর্নীতি কীভাবে বন্ধ করবেন।’ দুদকের আইনজীবী হাইকোর্টকে বলেন, ‘এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’ পরে প্রতিবেদনটি গ্রহণ না করে, বিএফআইইউ প্রধানকে তলব করেন হাইকোর্ট।
এর আগে রাষ্ট্রপক্ষ জানায়, ৬৭ জনের তথ্য চাওয়া হলেও মাত্র একজনের বিষয়ে তথ্য দিয়েছে সুইস ব্যাংক।
এর আগে রাষ্ট্রদূতের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছিলেন। আদেশে সুইস ব্যাংকে অবৈধভাবে বাংলাদেশিরা যেসব অর্থ জমা রেখেছেন বা পাচার হয়েছে, এ বিষয়ে সরকার বা দুদক কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।
আদালত স্বপ্রণোদিত হয়ে দুদক এবং রাষ্ট্রপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করেন। আদালত সংবাদের রেফারেন্স টেনে জানতে চান, কী পরিমাণ অর্থ সুইস ব্যাংকে পাচার হয়েছে এবং এ বিষয়ে সরকার ও দুদক কী পদক্ষেপ নিয়েছে, তা জানানোর নির্দেশ দেন।
এসময় আদালত বলেন, এ সংক্রান্ত পত্রপত্রিকাসহ দুদক আইনজীবী এবং রাষ্ট্রপক্ষকে বিষয়টি জানানোর নির্দেশ দেন।