বিএসএমএমইউ’র অনারারি শিক্ষক হচ্ছেন সায়মা ওয়াজেদ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)-এর অনারারি শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, ‘দুই মাস আগে আমাদের লাস্ট সিন্ডিকেট মিটিংয়ে সায়মা ওয়াজেদকে ইপনা’র অনারারি শিক্ষক হিসেবে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীকালে তাঁকে চিঠি দিয়ে সে বিষয়ে জানানো হয়েছে। তিনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি যখন দেশে আসবেন, তখন তাঁর সুবিধামতো সময়ে বিএসএমএমইউতে ক্লাস নেবেন।’
সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক অ্যাডভাইজরি প্যানেলের বিশেষজ্ঞ এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। দেশে ফেরার পর তিনি ইপনা’র ডাক্তারদের এবং অটিজমে আক্রান্ত শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষকদের ক্লাস নেবেন এবং প্রশিক্ষণ দেবেন।