বিকেলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন স্বজনরা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ রোববার বিকেলে সাক্ষাৎ করবেন স্বজনরা।
বিকেল ৩টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
শামসুদ্দিন দিদার বলেন, ‘গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ বিকেল ৩টায় সাক্ষাৎ করার অনুমতি পেয়েছেন তাঁর স্বজনরা। এর আগে গত ১৬ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন স্বজনরা।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে তিনি বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন।
গত ১৬ ডিসেম্বর হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলাম সেখানে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘বিএসএমএমইউ কর্তৃপক্ষ আদালতে খালেদা জিয়ার যে মেডিকেল রিপোর্ট দিয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাঁর শরীর খুব খারাপ। সুগার ফল করেছে। এখানে তাঁর কোনো সুচিকিৎসা হচ্ছে না। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

নিজস্ব সংবাদদাতা