বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে চা-বাগান মালিকদের সভা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/08/27/tea.jpg)
চা-বাগানের মালিকদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ শনিবার বিকেল ৪টার দিকে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চা শ্রমিকদের বিষয়াদি নিয়ে গণভবনে আজ শুক্রবার বিকেলে চা-বাগান মালিকদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী।’
মজুরি বাড়ানোর দাবিতে সিলেট, মৌলভীবাজারের চা-বাগানগুলোতে শ্রমিকেরা আন্দোলন করে আসছেন।
এর আগে চা শ্রমিকদের সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন গত ২৪ আগস্ট বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের প্রতি অত্যন্ত সদয় ও সহানুভূতিশীল। বর্তমান সরকার চা বাগানের অনেক শ্রমিককে ঘর তৈরি করে দিয়েছে। এ ছাড়াও বাগানের শ্রমিকদের তালিকা করে প্রতিবছর পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে, যা অন্য কোনো সরকার দেয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চা শ্রমিকদের কল্যাণে সম্ভাব্য সবকিছু করবেন।’
চা শ্রমিকদের উদ্দেশে পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বর্তমান সরকারের উদ্যোগে আপনাদের ছেলে-মেয়েরা আজ উচ্চশিক্ষিত হচ্ছে, দেশ পরিচালনায় অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মজুরি বিষয়ে কথা বলবেন।’