বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। ক্যাম্পটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। এ ছাড়া ডায়াবেটিস পরীক্ষা ফ্রি করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম, পরিচালক অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার মোজাফফর হোসেন খান মজলিস, ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ, সহকারী ব্যববস্থাপক (বিপণন ও মিডিয়া) এইচ এম দুলাল প্রমুখ।
এ সময় হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা চেম্বারে ফ্রি রোগী দেখেন। এছাড়া ফ্রি হেলথ চেকআপসহ প্যাথলজি পরীক্ষায় মেডিকেল ক্যাম্প উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৫৬৩ জন সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নেয়।
মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শেখ আব্দুল ফাত্তাহ, ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মেহেদী হাসান, ডা. মারুফ আহম্মদ, ডা. মো. ফারুক হোসেন শেখ, সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হরিদাস সাহা (প্রতাপ), ডা. নাছিম ই তাসনিম, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. সাইফ রহমান, গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মারুফা হোসাইন, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. নাদিম কামাল, অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোলাম রহমান (দুলাল), ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. নাদিয়া জান্নাত, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ডা. মিজানুর রহমান, ডা. রুহিনা তাসনীম, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আরিফুজ্জামান মিলন, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আশরাফ উদ্দিন চৌধুরী, ডা. মো. মতিউর রহমান, চর্ম, যৌন ও এলার্জি বিশেষজ্ঞ ডা. আসমা শারমীন, মেডিসিন ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. আরিফ উর রহমান, মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়াসিমা রহমান এবং ডেন্টাল বিশেষজ্ঞ ডা. আশরাফ আলী বিশ্বাস রিয়াদ ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইনলাম বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বিভিন্ন দিবসে এ ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকি। এবারও আমরা মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকরা প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখবেন। হতদরিদ্র পরিবারের ১০ জন শিশুকে সুন্নাতে খাতনা (মুসলমানি) ফ্রি করা হবে (মেডিসিনসহ)।