বিষ প্রয়োগে কৃষকের ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিষ প্রয়োগ করে এক কৃষকের ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক সফিয়ার রহমান (৫০) আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সাথে ন্যায়বিচার ও ক্ষতিপূরণ পেতে তিনি লালমনিরহাট জেলা প্রশাসক, কৃষি অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আরাজী দেওডোবা গ্রামের মৃত আজগার আলীর ছেলে সফিয়ার রহমান (৫০) প্রতিবেশী শাখাতুল হুদার (ভাদু মাস্টার) কাছ থেকে ৩৯ শতক জমি বর্গা নিয়ে আমন ধান চাষ করেন। ওই জমিটি বর্গায় চাষের জন্য একই গ্রামের রফিকুল ইসলাম অপি (৪০) আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু, জমির মালিক ক্ষতিগ্রস্ত কৃষক সফিয়ার রহমানকে বর্গা দেওয়ায় রফিকুল ইসলাম অপি ক্ষুব্ধ হন। সে কারণে গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে কীটনাশক স্প্রে করে জমির ধান নষ্ট করে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সফিয়ার রহমানসহ স্থানীয় কবিনুর ইসলাম ও অন্যান্যরা।
অভিযুক্ত রফিকুল ইসলাম অপির ভাই আজিজুল ইসলাম (৩৫) অভিযোগ করে বলেন, একইভাবে বিষ প্রয়োগ করে তার ধানের ক্ষেতও নষ্ট করা হয়েছে। তবে কে বা কারা এমনটা করেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, রফিকুল ইসলাম অপির বিরুদ্ধে এর আগেও মানুষের তামাকক্ষেত নষ্ট করার অভিযোগ ওঠেছিল, যা স্থানীয়দের জানা।
ক্ষতিগ্রস্ত কৃষক সফিয়ার রহমান আক্ষেপ করে বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকলে প্রতিশোধ নেওয়ার অনেক উপায় থাকতে পারে। কিন্তু তাই বলে ক্ষেতের ফসলের সঙ্গে শত্রুতা করা ঠিক নয়। আমি একজন সাধারণ কৃষক। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।
অভিযুক্ত রফিকুল ইসলাম অপির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে ফাঁসাতে কেউ চক্রান্ত করছে।
আদিতমারী উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক বলেন, সফিয়ার রহমান নামে একজন কৃষক তার দপ্তরে অভিযোগ জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তার কর্মকর্তা জমিটি পরিদর্শন করেছেন। ওই ক্ষতিগ্রস্ত কৃষককে গম অথবা সরিষার বীজ দিয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)