কৃষকের কাটা ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা, কান্নায় ভেঙে পড়েছেন রাজু
যশোরের ঝিকরগাছা উপজেলায় কৃষকের কেটে রাখা ১০ কাঠা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষক রাজু আহমেদ বন্ধক নেওয়া জমিতে কষ্ট করে এই ধান ফলিয়েছিলেন এবং কেটে শুকানোর জন্য স্তূপ করে রেখেছিলেন। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার শংকরপুর-কুলবাড়ীয়া মাঠে সেই ধানের স্তূপে আগুন দেয় দুর্বৃত্তরা।
গ্রামবাসী জানায়, ক্ষতিগ্রস্ত কৃষক রাজু আহমেদ পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। সংসারের খরচ চালাতে অতিরিক্ত আয়ের আশায় তিনি ১০ কাঠা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিলেন। কষ্ট করে উৎপাদিত ধান কেটে শুকানোর জন্য মাঠে স্তূপ করে রাখা ছিল। ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ধানের গাদায় আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই সব ধান পুড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে।
কান্নাজড়িত কণ্ঠে কৃষক রাজু আহমেদ বলেন, আমি অনেক কষ্ট করে ১০ কাঠা জমি বন্ধক নিয়ে তাতে ধান চাষ করি। আজ ভোরে মাঠে গিয়ে দেখি কিছুই নেই। কে আগুন দিয়েছে জানি না, তবে ইচ্ছাকৃতভাবেই ক্ষতি করা হয়েছে। এই জমির ধান ছিল পুরো মৌসুমের একমাত্র সম্বল। আমি এখন নিঃস্ব ও দিশেহারা। যারা আমার এত বড় ক্ষতি করেছে, আমি তাদের বিচার চাই।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহসিন মিলন, বেনাপোল