নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে জিতু মিয়া নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহিত জিতু মিয়া ধরমন্ডল গ্রামের আলাই মিয়ার ছেলে এবং স্থানীয় ধরমন্ডল ইউনিয়নের সাবেক সদস্য ছিলেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধরমন্ডল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জিতু মিয়ার গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের রমজান মিয়ার গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। সোমবার গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান জিতু মিয়া। সেখানে তার উপস্থিতি নিয়ে রমজান মিয়ার গোষ্ঠীর লোকজন আপত্তি ও ক্ষোভ প্রকাশ করলে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জিতু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া