বিদেশিদের কাছে রাজনৈতিক দলগুলোর ধরনা দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর বিদেশিদের কাছে ধরনা দেওয়া দুঃখজনক। রাজনৈতিক দলগুলোর বিদেশিদের কাছে না গিয়ে ভোটারদের কাছে যাওয়া উচিত।’
আজ রোববার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। কারণ, বিদেশিরা তো ভোট দেবে না, ভোট দেবে এদেশের মানুষ।’
ড. মোমেন বলেন, ‘বিএনপির উচিত তৃণমূলের ভোটারদের কাছে যাওয়া। আমি সব সময় বলি, আমাদেরও তৃণমূলের ভোটারদের কাছে যেতে হবে। আমাদের প্রচেষ্টা থাকবে, জোর থাকবে, যেন দেশের মানুষের মঙ্গল করতে পারি। মানুষের সঙ্গে আলাপ করে বুঝতে হবে কোন কোন ক্ষেত্রে কী অসুবিধা আছে।’