বিদ্যালয়ের জমির জন্য প্রাণ গেল সভাপতির
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি স্কুলের জমি পরিমাপ করতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ গেল ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম মোল্লার (৬৫)। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৩ মে) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
নিহত রফিকুল ইসলাম মোল্লা শ্রীপুর গ্রামের মৃত রোকন উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান (মাসুদ রানা) এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম মোল্লা আজ বুধবার স্থানীয় কিছু লোকজন নিয়ে বিদ্যালয়ের জমি পরিমাপ করে বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন। জমি পরিমাপ করার সময় তাঁর সঙ্গে পাশের গোয়াল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমানের চাচাতো ভাই নজরুল ইসলাম মুন্সির কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে নজরুল ইসলাম ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলামের গলা চেপে ধরে মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) শাহীন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে রাতে বলেন, এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে।