‘বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব জনগণের পকেট কাটার ফন্দি’
শনিবার রাজধানীতে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতারা। ছবি : এনটিভি
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে জনগণের পকেট কাটার ফন্দি বলে মন্তব্য করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা। আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ ও বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব ও বাস্তব অবস্থা শীর্ষক আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন।
সভায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সিপিবির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ।
বিদ্যুৎ খাতের দুর্নীতি, লুটপাট আর অপচয় রোধ করা গেলে বর্তমান মূল্যের চেয়ে বিদ্যুতের দাম আরো কমে আসবে বলেও দাবি করেন নেতারা।
আলোচনায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে সময় থাকতে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

নিজস্ব প্রতিবেদক