‘বিদ্যুতের দাম সহনীয় রাখতে সরকারের চেষ্টা থাকবে’
‘বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের চেষ্টা থাকবে’ মন্তব্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘আগামী সময়ে বিদ্যুতের দাম বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না।’
সচিবালয়ে আজ বৃহস্পতিবার নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বিদ্যুৎখাতে অর্থ মন্ত্রণালয় কতটুকু ভর্তুকি দিতে পারবে, তার ওপর নির্ভর করেছে বিদ্যুতের দাম।’
এ ছাড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী রমজানে দেড় হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ লাগবে মসজিদে। সেখানে এসি ও ফ্যান বেশি চলবে।’
বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পদক প্রাপ্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের সম্মাননা রক্ষা করা এখন আমাদের বড় চ্যালেঞ্জ। আগামী সময়ে কীভাবে আরও বড় কাজ করা যায়, সেটা নিয়ে কাজ করছি আমরা।’
‘এখন আমাদের বড় চ্যালেঞ্জ আগামী সময়ে সাশ্রয়ী দামে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া’ বলে মন্তব্য করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।