বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উপদেষ্টা শঙ্কার কথা বলেছেন : প্রতিমন্ত্রী
‘দরকার হলে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করা হবে না’ বলে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর দেওয়া বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উপদেষ্টা ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা বলেছেন। তবে বিদ্যুৎ নিয়ে এতটা শঙ্কিত হওয়ারও কিছু নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিদ্যুৎ পরিস্থিতির তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গত রোববার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকার বিভিন্ন উপায়ে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। রিজার্ভের অবস্থাও খুব ভালো নয়। এখন জ্বালানিও আমদানি করা যাচ্ছে না। এ জন্য প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেন তিনি। ড. তৌফিক-ই ইলাহীর এ বক্তব্যকে ভবিষ্যৎ শঙ্কা থেকেই বলেছে বলে মনে করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি করতে আমরা চেষ্টা করছি। আশা করছি, আমরা ভালো অবস্থায় যাব। এখন যে চ্যালেঞ্জ আসছে, ইনশা আল্লাহ সেটি মোকাবিলা করতে পারব।’
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, আগামীকাল বুধবার দুপুরে মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।
উপকূলীয় অঞ্চলে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। আরইবির ৭২ লাখ, বিপিডিবির ৭ লাখ, ওজোপাডিকো ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার ছিড়ে যাওয়ায় পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত চালু করা যাচ্ছে। হাসপাতালসহ জরুরি সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ চলছে।