বিধিনিষেধের অষ্টম দিনে ঢিলেঢালা মোংলা, পুলিশ-দোকানি লুকোচুরি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটের মোংলায় দুই সপ্তাহের বিধিনিষেধের অষ্টম দিন চলছে। আজ রোববার ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত পৌর শহরের কোথাও প্রশাসনের নজরদারি চোখে পড়েনি।
বিধিনিষেধে ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রেখে বাকি সব দোকান বন্ধ রাখার কথা বলা হলেও এই নির্দেশনা মানছেন না কেউই। প্রায় সব ধরনের দোকানপাট খোলা, লোকজনের চলাচলও স্বাভাবিক। ১০টার পর চৌধুরীর মোড়, কলেজ মোড়, কুমারখালীতে পুলিশের চেকপোস্ট বসানো হয়। পুলিশ আসার সঙ্গে সঙ্গে যে যেভাবে পারছেন দোকান বন্ধ করে দিচ্ছেন। প্রশাসনের লোকজনের অনুপস্থিতিতে স্বাস্থ্যবিধিও তেমন একটা মানা হচ্ছে না।
কঠোর বিধিনিষেধের মধ্যেও স্থানীয়দের মধ্যে ভীতি ও সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। রোববার সকালে শহরে অনেককেই মাস্কবিহীন চলাচল করতে দেখা গেছে। একই চিত্র পৌরসভার প্রধান মাছ, মাংস, মুদি ও কাঁচা বাজারের। সেখানেও স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের বালাই নেই।
এদিকে আজ রোববার সকালেও করোনায় আক্রান্ত হয়ে পৌর শহরের জয়বাংলা এলাকায় হাসিব মোল্লা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত আট থেকে ১০ জনের মৃত্যু হয়েছে মোংলায়।