বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের কর্মী তাজুল ইসলামকে সাড়ে ৬ কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বারসহ আটক করে ঢাকা কাস্টম হাউস। ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কাতার এয়ারওয়েজের এক কর্মীকে সাড়ে ৬ কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বারসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস।
আজ বৃহস্পতিবার বিকেলে তাকে আটকের কথা জানান ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবীর। আটক ব্যক্তির নাম তাজুল ইসলাম। তিনি কাতার এয়ারওয়েজের ‘এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট’।
কাস্টমসের উপকমিশনার সানোয়ারুল কবীর বলেন, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে টেপ পেঁচানো অবস্থায় ৫৬টি স্বর্ণের বারসহ তাজুলকে আটক করা হয়। সোনার ওই বারগুলো একযাত্রী তাকে হস্তান্তর করে। তাজুলের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে।