মির্জা ফখরুলের সঙ্গে ছারছীনা পীর সাহেবের সাক্ষাৎ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছারছীনা দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে অন্যান্য আলেমদের সঙ্গে নিয়ে তিনি আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। এ সময় তিনি খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাক্ষাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তা ও দোয়ার জন্য পীর সাহেব ও উপস্থিত আলেমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেন, দেশ ও জাতির জন্য খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সাক্ষাৎকালে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছারছীনা দরবার শরিফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক