বৃষ্টিতে কতটুকু ভিজল দেশ
প্রচণ্ড দাবদাহের পারদ কিছুটা হলেও কমেছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীসহ দেশের কয়েকটি এলাকায় হয়েছে বৃষ্টি। তাতেই কিছুটা হলেও কমেছে গরম। অল্প সময়ের জন্য হলেও স্বস্তির শ্বাস ফেলেছে মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এদিন সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নেত্রকোনায়। সেখানে ৪৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে।
সন্ধ্যা ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া। বেশ কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।
আজ বাতাসের আর্দ্রতা সন্ধ্যা ৬টায় ছিল ৬২ শতাংশ। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৪২ দশমিক শূন্য দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তাপপ্রবাহের বিষয়ে আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, আজ নেত্রকোনায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সেখানে ৪৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকা ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে।
এদিন কক্সবাজারে ১৫ মিলিমিটার, কিশোরগঞ্জের নিকলি উপজেলায় ১১ মিলিমিটার, ময়মনসিংহ ও শ্রীমঙ্গলে আট মিলিমিটার, টেকনাফে চার মিলিমিটার, চট্টগ্রাম ও বরিশালের খেপুপাড়ায় এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আরও বলা হয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। সারা দেশের তাপমাত্রা দিনে ও রাতে সামান্য হ্রাস পেতে পারে।