বেনাপোলে পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/09/benaapol.jpg)
বেনাপোলে গ্রেপ্তার হওয়া পরোয়ানাভুক্ত ৯ আসামি। ছবি : এনটিভি
বেনাপোল নয়জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পোর্ট থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা হলেন—রাকিবুজ্জামান ওরফে দিপু, হাবিবুর রহমান ওরফে আবু বকর সিদ্দিক, আশিক হোসেন ওরফে মো. আশিকুর, সৈয়েদুল ইসলাম খোকন, আব্দুল্লাহ, মুশারেফ হোসেন ওরফে ঘেনা ও রাসেল। এদের বাড়ি বেনাপোল পোর্ট থানার সাদিপুর, কাগমারী, দীঘিরপাড়, শিকড়ী, দক্ষিণ বারপোতা এলাকায়।
বেনাপোল পোর্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’