বৌভাত শেষে নৌকাডুবি, মেয়ের বাবাসহ তিনজনের লাশ উদ্ধার
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয়রা জানায়, গতকাল বুধবার বিকেলে বিয়ের বৌভাতের অনুষ্ঠান থেকে ৫০ জন মানুষ একটি নৌকায় করে সাতভিটা থেকে কাশিম বাজারে ফিরছিলেন। পথে ব্রহ্মপুত্র নদে ঝড়ের কবলে পড়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ের বাবাসহ চারজন নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ বৃহস্পতিবার সকালে নিখোঁজ কনের বাবা নুরু (৬০), আমেনা (৬১) এবং কামরুজ্জামানকে (৪২) উদ্ধার করে। এ ছাড়া নিখোঁজ একজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নিখোঁজ চারজনের মধ্যে কনের বাবাসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজন এখনো নিখোঁজ রয়েছে।’