ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক প্রশাসন
কোপা আমেরিকা ফুটবল ফাইনাল খেলা আগামীকাল রোববার ভোরে অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। এই দুই বিশ্ব ফুটবলের পরাশক্তির অসংখ্য সমর্থক রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জুড়ে। এরই মধ্যে দুদলের সমর্থকদের মধ্যে ঘটেছে হামলা ও পাল্টা হামলার ঘটনা। একে কেন্দ্র করে সংঘাতের এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
আগামীকাল ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের পাঁচ শতাধিক সদস্য। আজ শনিবার সকাল থেকে জেলা শহরে মাইকিং করে এই সংক্রান্ত প্রচার ও প্রচারণা চালানো হচ্ছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন এনটিভি অনলাইনকে জানান, ফাইনাল খেলায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, আমাদের কাছে এই রকম আগাম তথ্য আছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। বাসায় বসে খেলা দেখতে হবে। বাহির হওয়ার কোনো সুযোগ নেই। চায়ের দোকান, বড় কোনো স্ক্রিনে কিংবা গণজমায়েত করে প্রকাশ্যে খেলা দেখা যাবে না বলে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ জুলাই বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে খেলাকে কেন্দ্র করে পাল্টা পাল্টি হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।