ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/19/ashuganj-madak-news-pic-.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তার নেতৃত্বে সঙ্গে ছিলেন সার্জেন্ট জহিরুল হক। এসময় অভিযান চালিয়ে সোনারামপুর এলাকার আক্তার মিয়ার বাড়ি থেকে ৫৯ বোতল ফেনসিডিল ও ২২ বোতল স্কাপ সিরাপ জব্দ করা হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানকালে ব্যবসায়ী স্টার রাসেল পালিয়ে যান।
আজাদ রহমান আরও বলেন, মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা চিহ্নিত মাদক ও ইয়াবা কারবারিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের বিশেষ সূত্রে জানা যায়, ব্যবসায়ী স্টার রাসেল এলাকায় ইয়াবার ডিলার হিসেবে পরিচিত। ইয়াবা ও মাদক মামলায় বেশ কয়েকবার জেলও খেটেছেন।