ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/02/09/brahmanbaria.jpg)
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জামাল হোসেন (৩৫) নামে এক বাউলশিল্পী ও গীতিকার নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন আহত হন। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন ঢাকা জেলার কচক্ষেত এলাকার বাসিন্দা। আহতরা হলেন আখাউড়া তারাগঞ্জের সিএনজিচালিত অটোরিকশার চালক সিদ্দিক মিয়া (৪৫), রাজধানীর কচুক্ষেতের সংগীতশিল্পী মুহাম্মদ আলামিন (৩৭) এবং নবীনগরের রাধানগরের ইয়াসিন মিয়া (২৮)।
আহত সংগীতশিল্পী আলামিন মিয়া জানান, প্রতি বছরের মতো আজও আখাউড়ার মুগড়া ইউনিয়নের আউড়ারচড় গ্রামের শহীদ ফকিরের বাড়ির ওরশ শরীফ ছিল। আমরা চারজন শিল্পী শহীদ ফকিরের ওরশে যাওয়ার সময় পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, নিহত শিল্পীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধারের পর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত সিএনজিচালিত অটোরিকশার চালক সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়েছে।