ভারতীয় জলসীমায় উদ্ধার ৩২ জেলেকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর

ঝড়ের কবলে পড়ে এবং ইঞ্জিনের ত্রুটির কারণে ভাসতে ভাসতে তিনটি ট্রলারসহ ৩২ জেলে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় চলে যায়। ভারতীয় কোস্টগার্ড তাদের উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ সিজিএস তাজউদ্দিনে জেলেদের হস্তান্তর করে। আজ রাতে এসব জেলেকে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদরে আনার পর ট্রলার মালিক ও মহাজনদের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বৈরী আবহাওয়ায় ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে ফিশিং ট্রলার এফ বি জান্নাতুল ফেরদৌস, এফ বি আব্দুল্লাহ-১ ও এফ বি মায়ের দোয়া ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। পরে টহলরত ভারতীয় কোস্টগার্ড গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রথম দফায় ১০ জেলেকে উদ্ধার করে। এরপর দুই দিনে পর্যায়ক্রমে আরও ২২ জেলেকে উদ্ধার করে তারা। এরপর দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতার মাধ্যমে উদ্ধার হওয়া ৩২ জেলেকে আজ সকাল ১০টার দিকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ সি জি এস তাজউদ্দিনে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। এরপর সমুদ্রে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ অপরাজেয় বাংলায় করে ওই জেলেদের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনা হয়। মোংলায় আনার পর তাদের ট্রলার মালিক ও মহাজনদের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
উদ্ধার হওয়া জেলেরা জানান, তাদের বাড়ি পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন এলাকায়।