ভিডিও চিত্র নির্মাণ করে সম্মাননা পেলেন ইমন

Looks like you've blocked notifications!
ইমরুল কাওসার ইমনের হাতে নেপালের কাঠমান্ডুতে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে আজ শুক্রবার সম্মাননা তুলে দেন দেশটির পর্যটনমন্ত্রী সুধন কিরাতী। ছবি : আয়োজক সংস্থা

মানবিক এবং ট্রাভেল ব্লগ বানিয়ে সম্মাননা পেয়েছেন সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর ইমরুল কাওসার ইমন। ‘কনটেন্ট ক্রিয়েটিং’ ক্যাটাগরিতে এই সম্মাননা পান তিনি। আজ শুক্রবার (১২ মে) নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা তুলে দেন নেপালের পর্যটনমন্ত্রী সুধন কিরাতী। 

কাঠমান্ডু শহরের থামেলের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেপালের পর্যটনমন্ত্রী সুধন কিরাতী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমারদের সম্পর্ক অনেক পুরনো। বাংলাদেশিরা সবসময়ই আমাদের ভালো বন্ধু মনে করে, আমরাও তাদের ভালো বন্ধু মনে করি।’

ইমরুল কাওসার ইমনের ৪২ সেকেন্ডের একটি স্বল্পদৈর্ঘ্য কনটেন্ট বিশ্বব্যাপী মানাবতাকে নাড়া দিয়েছিল। ভিডিওতে ঢাকার রাস্তায় মোটরসাইকেলের পেছনে বসা একজন নারী একটি পথশিশুকে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছিলেন। এ ছাড়া ২০২২ সালের নেপালের সোলাখুম্বু জেলায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর লুকলা নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করেছিলেন তিনি। এটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। 

এ ছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, মালদ্বীপ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকাসহ আরও বেশ কয়েকটি দেশের দুর্গম এলাকায় গিয়ে কনটেন্ট তৈরি করেছেন। 

কনটেন্ট ক্রিয়েটর ইমন বলেন, ‘এই সম্মাননা আমার কাজের গতিকে আরও তরান্বিত করবে। ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জ নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব।’ 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নেপালের সংসদ সদস্য রানা কুমারীসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।