ভিপি নুরের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ছাত্রলীগ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রামে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার তানিম।
ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী ইব্রাহিম হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ বলছে, গত ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগ ও শিক্ষা উপমন্ত্রীর বিরুদ্ধে নোংরা মানহানিকর মন্তব্য করে ভিডিও নিজের ফেসবুকে প্রচার করেন। বক্তব্যের মধ্য দিয়ে সরকার বিরোধী ষড়যন্ত্র এবং অরাজকতা তৈরির চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ আনা হয় মামলায়।