ভোলায় স্বেচ্ছাসেবক দলের কমিটির একদিন পরেই ৫৭ জনের পদত্যাগ
ভোলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা, সদর উপজেলা ও পৌর কমিটি ঘোষণার একদিন পরেই ৫৭ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। আজ শনিবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. মুনতাসির আলম রবিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জেলা, উপজেলা ও পৌর কমিটির সহসভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। এ ঘটনা এখন ভোলার রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
লিখিত বক্তব্যে মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জীবন-যৌবন দিয়ে লেগে আছেন। তবে নিয়ম বহির্ভূতভাবে জেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলকে পাশ কাটিয়ে অরাজনৈতিক কিছু ব্যবসায়ীদের কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও রাজনীতি করে না ও কোনো ধরনের পদ-পদবির জন্য আবেদন পর্যন্ত করেনি, এমন ব্যক্তিদের কমিটিতে আনা হয়েছে, যা মেনে নেওয়ার মতো নয়। তাই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাতজন সহসভাপতি, তিনজন যুগ্ম-সাধারণ সম্পাদক, সহসাংগঠনিক ও দপ্তরসহ ২৮ জন পদত্যাগ করেন। সদর উপজেলার ১১ জন এবং পৌর কমিটির ১১ জনসহ ৫৭ জন আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাকির হোসেন মনির, মো. তসলিম, লুকু চৌধুরী, মীর মোস্তাফিজুর রহমান রনিসহ প্রমুখ।
চলতি মাসের ২৮ অক্টোবর ভোলা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার একদিন পরেই ৩০ অক্টোবর পদত্যাগ করলেন তিনটি শাখা কমিটির ৫৭ জন নেতাকর্মী।