ভৈরবে কয়েল কারখানায় আগুনে ৪ শ্রমিক দগ্ধ
কিশোরগঞ্জের ভৈরবে একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকদের সহকর্মীরা তাদেরকে শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের পঞ্চবটী গ্রামে দুলাল মিয়ার কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ও ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঢাকা মেডিকেলে রেফার্ড দগ্ধরা হলেন—শামসুদ্দিন (৫৫), মাছুম (২০) ও দ্বীন ইসলাম (২৮)। শাকিব (২২) নামে অপর এক দগ্ধ শ্রমিক ওই এলাকার আল শেফা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, আজ শুক্রবার বিকেলে হঠাৎ করে কয়েল কারখানার ড্রায়ার বিস্ফোরণে আগুন ধরে যায়। ওই সময় শ্রমিকরা আগুন নেভাতে গেলে ওই চারজন দগ্ধ হন।
আল শেফা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এ বি সিদ্দিক জানান, আগুনে দগ্ধ হয়ে আহতরা হাসপাতালে আসেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয় এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মকবুল হোসেন জানান, কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সেখানে যয়। তিন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।