ভৈরবে গাঁজাসহ আটক ২
কিশোরগঞ্জের ভৈরবে ৮৪ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৩৫) ও রিয়াদ মিয়া (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার দিনগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, এ সময় জব্দ করা হয় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মাইক্রোবাস। আটক হওয়া জাকির হোসেনের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামে এবং রিয়াদের বাড়ি ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায়।
জব্দ করা মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সহ-অধিনায়ক মোহাম্মদ আক্কাছ আলী।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস আটক করে।
পরে মাইক্রোবাসটিতে তাল্লাশি করে কস্টেপ দ্বারা মোড়ানো ২৫টি বান্ডিলে মোট ৮৪ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক করা হয় এর আরোহী জাকির ও রিয়াদকে। জব্দ করা হয় মাদকদ্রব্য পাচারকাজে ব্যবহার করা মাইক্রেবাসটিও।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে দেশের অভ্যন্তরে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করেছে বলেও জানায় র্যাব।