ভৈরবে মানবপাচার চক্রের সদস্য আটক

কিশোরগঞ্জে র্যাব-১৪-এর ফটক। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ওই ব্যক্তির নাম মিনহাজ উদ্দিন (৪২)। বেশ কিছুদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
মিনহাজ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বরাটিয়ার বাসিন্দা। গতকাল শনিবার দিবাগত রাতে ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে আটক হন তিনি। মিনহাজের আটকের খবরে এখলাছুর রহমান নামের এক ভুক্তভোগী আজ রোববার সকালে মানবপাচার বিরোধী আইনে কটিয়াদি থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুরে তাঁকে কটিয়াদি থানায় সোপর্দ করে র্যাব।
র্যাব-১৪-এর দাবি, সৌদি আরব ও রোমানিয়ায় পাঠানোর কথা বলে একাধিক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন মিনহাজ। পরে আত্মগোপনে চলে যান তিনি। আটকের পর মিনহাজ এসব তথ্য স্বীকার করেছেন।