ভৈরবে রিভলবার, গুলিসহ নৌডাকাত গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে রিভলবার ও চার রাউন্ড গুলিসহ নৌডাকাত শাহিনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। তার বাড়ি পৌর শহরের কালিপুর দক্ষিণপাড়ায়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নৌপুলিশের ভৈরব ইউনিট জানায়, নৌডাকাত শাহিনের বিরুদ্ধে ভৈরব থানায় দুটিসহ আশপাশের বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে। গতকাল দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব নৌপুলিশের ইউনিট ইনচার্জ মো. সাইদুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া সঙ্গীয় সোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শাহিনকে গ্রেপ্তার করেন। পরে তার স্বীকারোক্তি মতে নিজ ঘর থেকে রিভলবার ও গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভৈরব নৌপুলিশ ইউনিট ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, নৌডাকাত শাহিন একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারে পুলিশ বহু দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে আজ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়েরের পর কোর্টে পাঠানো হয় বলেও জানান এই কর্মকর্তা। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।