ভৈরবে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ ভ্যান জব্দ

কিশোরগঞ্জের ভৈরবে ৩৮ কেজি গাঁজাসহ সোহাগ মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। আজ শুক্রবার (২৪ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহাগ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরের মেরাশানী গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে আটক করা হয়। এ সময় তাকে বহণ করা একটি পিকআপ ভ্যানে তাল্লাশি করে ৯টি বান্ডিলে খাকি রংয়ের টেপ দিয়ে মোড়ানো মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহার করা পিকআপ ভ্যানটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাবের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, ‘আটক সোহাগ দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করতেন। পরে দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন বলে স্বীকার করেছে।’
মোহাম্মদ আক্কাছ আলী আরও বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।’