ভোটকেন্দ্রে হামলায় গোলাম রাব্বানীসহ আহত-৫
মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের (ইউপি) নির্বাচনে আপন মামার পক্ষে কাজ করতে এসে প্রতিপক্ষের লাঠির আঘাতে হাতের আঙুল কাটল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার শিকার হন তিনি। মাদারীপুরে ইউপি নির্বাচন হচ্ছে দলীয় প্রতীক ছাড়া।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ইশিবপুর ইউপি নির্বাচনে গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মামার পক্ষে বেশ কিছু দিন ধরেই তিনি প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। আজ ভোটগ্রহণ চলাকালীন ৭নং ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থী মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে–এমন খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গেলে মোশারফ মোল্লার ছেলে তার উপর চড়াও হন। একপর্যায়ে গোলাম রাব্বানীকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় তিনি লাঠির আঘাত ঠেকাতে গেলে তার ডান হাতের দুটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা গোলাম রাব্বানীসহ আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি গোলাম রাব্বানী। আর পুলিশ বলছে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।