ভোরে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার সম্ভাবনা

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামীকাল শনিবার ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

আবওহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। একইসঙ্গে টেকনাফে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সারা দেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টি রেকর্ড করা হয়নি।

এ ছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।