ভোলায় নিষেধাজ্ঞা মানছে না কেউ, ফেরিতে মানুষের ঢল
নিষেধাজ্ঞা থাকার পরেও ভোলার ইলিশা ফেরিঘাটে যাত্রীদের উপচেপড়া ঢল। পারাপার হচ্ছে যাত্রীবাহী পরিবহন। বিআইডব্লিউটিসির বিজ্ঞপ্তি মানছে খোদ তাদেরই স্টাফরা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
আজ বিকেলে লক্ষ্মীপুর মজুচৌধুরী থেকে একাধিক ফেরি ভোলার ইলিশাতে আসে। সেখানে দেখা যায় শত শত মানুষের ঢল। শুধু তাই নয়, যাত্রীবাহী গাড়ি পারাপার করছে তারা। ফেরিতে যাত্রীবাহী গাড়ি এবং যাত্রী পরিবহন নিষিদ্ধ ঘোষণার পরেও তা মানছে না ফেরি কর্তৃপক্ষ।
প্রতিদিন শত শত যাত্রী পারাপারসহ যাত্রীবাহী গাড়ি পার হচ্ছে। এ সময় ফেরিঘাটে কোস্টগার্ডকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তাদের কাছে জানতে চাইলে বলেন, আমাদের কিছু বলা হয়নি। অথচ শত শত যাত্রীদের গাদাগাদি করে আসতে দেখা গেলেও অনেকেরই মুখে মাস্ক ছিল না।
এসব বিষয় একাধিক যাত্রী বলেন, ‘ভাই, কিসের নিউজ করেন? লকডাউন আছে কোথায়? আপনারাই শুধু লকডাউন দেখান। এসব কেউ এখন মানে না। আমাদের হয়রানি কইরেন না।’
এ বিষয়ে ফেরিঘাটের বিআইডব্লিউটির ঘাট ম্যানেজার মো. পারভেজ খান মুঠোফোনে বলেন, ‘আমি দেখছি বিষয়টি। আসলে খেয়াল করা হয়নি। আমি বরিশালে থাকায় এমনটা হচ্ছে। এ বিষয় এখন থেকে নজর দেওয়া হবে। কোস্টগার্ড ও পুলিশকে জানানো হয়েছে। তারা সহযোগিতা না করলে কী করব আমরা বলেন।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিআইডব্লিউটিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুলাই থেকে ফেরিতে যাত্রীবাহী সব ধরনের গাড়ি এবং যাত্রী পরিবহণ বন্ধ থাকবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধু জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপারে নির্দেশনা রয়েছে।