ভোলা নর্থ-২ কূপে গ্যাসের সন্ধান
ভোলা জেলার নতুন কূপ নর্থ-২ এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সোমবার (২৩ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এই কূপ থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে কূপে আগুন প্রজ্বলন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ‘এটা খুশির এবং আনন্দের খবর যে আমরা সফল হয়েছি। ভোলা নর্থ-২ কূপে গ্যাসের সন্ধান পেয়েছি। আজ সন্ধ্যার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশায় নর্থ-২ কূপ খনন শেষে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্বলন করা হয়।’
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘তিন হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্বলন করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। তবে মূলত আগামী ৭২ ঘণ্টা পর আমরা নিশ্চিত হতে পারবে এ কূপে কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে। তখন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো সম্ভব হবে।’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নতুন গ্যাস পাওয়ায় বাপেক্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিকল্পনা অনুযায়ী গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখতে হবে।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, ‘তবে কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু করতে এবং জাতীয় গ্যাস নেটওয়ার্কে সরবরাহ করতে দেড় থেকে দুই বছর সময় লাগবে।’
রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলার ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন এবং ওয়ার্ক-ওভার কূপ খননের পরিকল্পনা রয়েছে। এটি হচ্ছে ভোলা সদর উপজেলার দ্বিতীয় ও জেলায় অষ্টম গ্যাস কূপ।