মধ্যরাতের অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি
পাবনার ফরিদপুরে মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি দোকান ও দুটি বসতঘর। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার পাঁচ পুঙ্গলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে পাঁচ পুঙ্গলী বাজারের আলহাজ মোল্লার দোকানের ভেতরে থাকা ফ্রিজটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে দোকানের ওপরে থাকা বৈদ্যুতিক তারে আগুন লাগে। এরপর পাশের আরও দুটি দোকান ও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকান ও বাড়ির সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আলহাজ মোল্লা বলেন, তার দুটি দোকান ও দুটি বসতঘর এবং সাইফুল ইসলামের ওষুধের দোকান পুড়ে নগদ টাকা ও মালামাল মিলিয়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সময়মতো এলে ক্ষতির পরিমাণ কম হতো।
ফরিদপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা কুতুব উদ্দিন বলেন, ঘটনাস্থল দুর্গম ও রাস্তা খারাপ হওয়ায় পৌঁছাতে সময় লেগেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।