মর্গ ডুবে থাকায় লাশটির ময়নাতদন্ত আটকে আছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/18/silett-emeji-esmaani-meddikel.jpg)
আলমাছ উদ্দিন। মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। ঘটনা গত বৃহস্পতিবারের। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে যখন তাঁকে পান, তখন তিনি মৃত! শুক্রবার সন্ধ্যায় ভেসে থাকা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
সিলেটের কানাইঘাট উপজেলায় সাতবাঁক ইউনিয়নের নয়াঠাকুরের মাটি নামক একটি স্থান থেকে আলমাছ উদ্দিনের লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটির মতো ভয়াবহ বন্যায় ভেসে আছে আলমাছের বাড়িঘরও।
লাশটি উদ্ধারের পর কানাইঘাট থানা পুলিশ সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। কিন্তু, লাশের ময়নাতদন্ত করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে, লাশটি ফ্রিজিং করে রাখা হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ প্রতিবেদকের কাছে দাবি করেছেন, ‘মর্গের যে স্থানটিতে ময়নাতদন্তের কাজ করা হয়; সেটি বন্যার পানিতে তলিয়ে গেছে। সেজন্য লাশটি ফ্রিজিং করে রাখা হয়েছে।’
তাজুল ইসলাম আর বলেন, ‘কখন লাশটির ময়নাতদন্ত সম্পন্ন হবে, তা এখনি বলা যাচ্ছে না। নয়াঠাকুরের মাটি এলাকায় কোনো শুকনা স্থান নেই। তবে, কানাইঘাট উপজেলার মধ্যে কোথাও কোথাও শুকনো স্থান আছে। প্রয়োজনে শুকনো থাকা কোনো কবরস্থানে আলমাছ উদ্দিনকে দাফন করা হবে।’