মাঝনদীতে লঞ্চে আগুন : ঝালকাঠি যাচ্ছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী
সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে এবং সার্বিক অবস্থা জানতে ঝালকাঠি যাচ্ছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী আজ সকালে ঝালকাঠির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। দুপুরের মধ্যে তিনি সেখানে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।
লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় পৌঁছালে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইঞ্জিন কক্ষে আগুন লাগে। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।