মাদক মামলায় গোল্ডেন মনিরের বিচার শুরু
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাউদ্দিন হাওলাদার এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিচারক আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। অভিযোগ গঠন শেষে বিচারক আগামী ২ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করেছেন।’
নথি থেকে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসায় গত ২১ নভেম্বর রাত ১০টা থেকে অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের দাবি, নব্বইয়ের দশকে রাজধানীর গাউছিয়া মার্কেটে কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন মনির। সেখান থেকে পর্যায়ক্রমে মালিক হয়েছেন এক হাজার ৫০ কোটি টাকার।
২০২১ সালের ২৬ জানুয়ারি ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক মাদক ও অন্ত্র আইনের মামলায় পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন।