মাদক সেবনে বাধা দেওয়ায় হত্যাচেষ্টার অভিযোগ
মাদক সেবনে বাধা দেওয়ায় আবদুল হক ওরফে হক মিয়া (৩৭) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা চালায় কয়েক যুবক। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজারের টুকরা বিলের পাশে এ ঘটনা ঘটে।
আবদুল হক সদর উপজেলার কুমারপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীসূত্রে জানা গেছে, জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারের মো. রবুনের ছেলে রনি বাজারে মিষ্টির ব্যবসার পাশাপাশি এবং সুদে টাকা লেনদেন করেন। তিনি এলাকায় কিছু যুবকের সঙ্গে মাদক সেবনও অভ্যস্ত।
গত ২২ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কে. গাতী ইউনিয়নের কুমারপুর উত্তরপাড়ার আবদুল হকের বাড়িতে দলবল নিয়ে যান রনি। সেখানে রাত যাপনের কথা বলেন তারা।
আবদুল হক এতে আপত্তি করেন। কিন্তু, রনি তাঁর সহযোগী উপজেলার নওপাড়ার খোকন মিয়া, চল্লিশ কাহনীয়ার শামসুল হককে নিয়ে থেকে যান ওই বাড়িতে। একপর্যায়ে ভোরে আবদুল হক গ্রামের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ পড়ে এসে দেখতে পান রনি ও তার সহযোগীরা ইয়াবা সেবন করছেন। এতে বাধা দেন এবং পুলিশকে জানিয়ে দেবেন বলে জানান আবদুল হক। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল রাত ৩টার দিকে সুদের টাকা দেবে বলে আবদুল হককে ফকিরের বাজারের টুকরা বিলের পাড়ে ডেকে নিয়ে হাত-পা বেঁধে জবাই করার চেষ্টা চালান রনি ও তার সহযোগীরা।
এ সময় জনৈক এলাকাবাসী টের পেয়ে টর্চ লাইটের আলো জ্বালালে রনি ও তার সহযোগীদের নিয়ে পালিয়ে যান। পরে আহত আবদুল হককে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, হক মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার কথা শুনেছেন তিনি। লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।