মানবতাবিরোধী অপরাধ : পলাতক ৩ আসামি গ্রেপ্তার
বরগুনা জেলার পাথারঘাটা এলাকা থেকে বিচারাধীন মামলায় পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এমনকি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের মামলা বিচারাধীন। আজ মঙ্গলবার (৯ মে) র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফজলুল হক খান ওরফে ফজলু খলিফা (৬৯), ইউছুফ আলী ওরফে ইউসুফ মুন্সী (৭৪) ও মো. আব্দুর রাজ্জাক (৬৮)।
এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার কয়েকজন পলাতক আসামি বরগুনা জেলার পাথরঘাটায় অবস্থান করছে, এমন খবরে সোমবার রাতে সেখানে অভিযান চালায় র্যাব-৪-এর একটি দল। পরে, সেখান থেকে তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, ২০১৭ সালের ২২ মে পাথরঘাটা থানার কাঁঠালতলী ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যুদ্ধাপরাধের দায়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৭১ সালের ২৯ জুন মামলার অন্যতম সাক্ষী মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন অধিকারীকে হত্যার উদ্দেশ্যে আসামিরা সংঘবদ্ধ হয়ে তার গলায় ছুরি চালায়। তবে, এতে মারা যাননি ওই মুক্তিযোদ্ধা। চিত্তরঞ্জন অধিকারীকে হত্যা করতে না পেরে ৩০ জুন তার আপন চাচা সুরেন্দ্র নাথ অধিকারীকে হত্যা করে।
এরপর ওই বছরের ১৮ আগস্ট বাদীর বাবা মতিয়ার রহমান ও অন্যতম সাক্ষী মনমথ রঞ্জন মিস্ত্রীর বাবা মনোহর মিস্ত্রী এবং চাচা কর্নধর মিস্ত্রীকে দিনের বেলা পাক হানাদার বাহিনীর উপস্থিতিতে গুলি করে হত্যা করে আসামিরা। এ ছাড়া পরবর্তীতে মনোহরের বাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাট ও ব্যাপক ক্ষতিসাধন করে।