‘মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, ট্রাকে ট্রাকে মালপত্র বিক্রি হচ্ছে’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/18/m-a-mannan.jpg)
নিত্যপণ্যের বাজার সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘মানুষ বাজারে গিয়ে মালপত্র কিনেই বের হচ্ছেন। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। বাজারে ট্রাকে ট্রাকে মালপত্র বিক্রি হচ্ছে।’
আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন।
সভার কার্যবিবরণী তুলে ধরতে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বাজারদর নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে। ভারত ও যুক্তরাজ্যের তুলনায় আমাদের মূল্যস্ফীতি কম। বাজারে ক্রেতারা ঢুকছে, মাল কিনেই বের হচ্ছে। গতকাল সিলেটে গিয়েছিলাম। সেখানে দেখলাম ট্রাকে ট্রাকে মাল বিক্রি হচ্ছে।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাজার ব্যবস্থাপনার মাধ্যমে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা সেটাই করছি। সার্বজনীন পেনশন সব মহলে সাড়া ফেলেছে।’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাওয়া হলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সব থেকে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে মোট ব্যয় এক লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি। এর নব্বই ভাগ টাকা ঋণ দিয়েছে রাশিয়া। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেন যুদ্ধের কোনো প্রভাব পড়বে না। আমরা সবসময় শান্তির পক্ষে, যুদ্ধের বিরুদ্ধে। আমরা শান্তিকামী দেশ। তবে রাশিয়া সবসময় বাংলাদেশের পাশে আছে। স্বাধীনতা যুদ্ধের সময় রাশিয়া আমাদের সহযোগিতা করেছে।’