মাহবুব তালুকদারের জানাজা সম্পন্ন, গার্ড অব অনার প্রদান
আলোচিত-সমালোচিত সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের পশ্চিম গেটের দ্বিতীয় তলায় এ জানাজা সম্পন্ন হয়।
জানাজায় আগে মাহবুব তালুকদারের একমাত্র ছেলে শোভন মাহবুব তাঁর বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, ‘আমার বাবা যদি কারও কাছে অন্যায় করে থাকেন, তাঁকে আপনারা ক্ষমা করে দেবেন।’
জানাজার আগে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘উনি (মাহবুব তালুকদার) লেখক হিসেবে বেঁচে থাকবেন। নির্বাচন কমিশনার হিসেবে নয়। আমি উনাকে অনেক আগে থেকে লেখক হিসেবে চিনি। উনি আমাকে চেনেন না।’
সে সময় মাহবুব তালুকদারকে একপলক দেখতে অনেকে ভিড় করেন। জানাজায় অংশ নেওয়া এক মুসল্লি বলতে থাকেন, ‘উনি এ দেশের হিরো। সব সময় সত্য কথা বলতেন। আমরা সাধারণ মানুষ কথা বলার সুযোগ রাখি না। কিন্তু, উনি কমিশনার হয়েও সব কথা উচ্চস্বরে বলতেন। আল্লাহ উনাকে জান্নাত দান করুক।’
এরপর বায়তুল মোকাররমের পশ্চিম গেট থেকে দক্ষিণ গেটে নেওয়া হয় মাহবুব তালুকদারের লাশ। সেখানে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেক রাষ্ট্রীয় মর্যাদায় মাহবুব তালুকদারকে গার্ড অব অনার প্রদান করা হয়। তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
গার্ড অব অনার প্রদান শেষে মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব বলেন, ‘আমার বাবা সব সময় গণমানুষের কথা বলে গেছেন। তিনি সব সময় ন্যায়ের পক্ষে থেকেছেন। আপনারা তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আব্বা যেন বেহেশতে থাকতেন পারেন।’
আইরিন মাহবুব জানান, বায়তুল মোকাররম থেকে আমাদের রাজধানীর বারিধারার বাসায় শেষবারের মতো আব্বাকে নেওয়া হবে৷ তারপর সেখান থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।