মানিকগঞ্জের দুই কবরস্থান থেকে ১২ কঙ্কাল চুরি
মানিকগঞ্জের দুটি কবরাস্থান থেকে ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শিবালয় উপজেলার কাতরাসিন দক্ষিণ পাড়া কবরস্থান থেকে পাঁচটি ও বোয়ালি এলাকার কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন।
উথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাতরাসিন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে যান তিনি। সেখানে গিয়ে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা নিশ্চিত হন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কঙ্কালগুলো চুরি হয়েছে বলে জানান তিনি।
অপরদিকে, বোয়ালি কবরস্থানের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন জানান, কাতরাসিনে কঙ্কাল চুরির খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে কবর থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা নিশ্চিত হন।
ওসি মো. শাহিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে দুটি কবরস্থান পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।