মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোনায় পুকুরে মাছের পোনা অবমুক্ত
মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোনায় পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর আদর্শ গ্রামের বিশাল পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন নেত্রকোনা জেলা প্রশাসক মঈনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) বুলবুল আহম্মেদ তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, মদনপুর ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ফকির প্রমুখ।
সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর আদর্শ গ্রামের বিশাল পুকুরে আদর্শ গ্রামের বাসিন্দাদের উপস্থিতিতে বিভিন্ন জাতের প্রায় দেড় লাখ টাকা মূল্যের মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে আদর্শ গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা হস্তান্তর করেন জেলা প্রশাসক।