মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/11/28/munshiganj-1.jpg)
মুন্সীগঞ্জে উইমেন অ্যান্ড ই-কমার্স উদ্যোক্তাদের মিলনমেলা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাস্টেড মার্কের উদ্যেগে মুন্সীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এই মিলনমেলা হয়।
জেলার উদ্যোক্তারা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে পাঁচটি স্টল বসান। স্টলে নিজেদের তৈরি সরিষার তেল, অলংকার, ঘি ও বিভিন্ন ধরনের আচার সাজিয়ে রাখা হয়। এ সময় দুজন লাখপতি উদ্যোক্তার মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2020/11/28/munshiagnj-2.jpg 687w)
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সামিউল মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) সভাপতি নাসিমা আক্তার নিশা। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টেড মার্টের স্বত্বাধিকারী মেহেদী হাসান, মুন্সীগঞ্জে উই-এর উপদেষ্টা সুমন কবীর, লিমা কবীর, ঈমানা জ্যোতি ও সহসভাপতি রেজেয়ানা ইমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারমিন সাঈদ। জেলার বিভিন্ন স্থান থেকে আসা নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।