মুন্সীগঞ্জে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম মো. রাকিব হাসান (১৩)।
আজ রোববার সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার কেয়াটখালী এলাকায় নিমার্ণাধীন রেললাইনের পাশের একটি খেত থেকে রাকিবের মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৫ মার্চ লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে রাকিব নিখোঁজ হয়। রাকিব হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর চকরবাড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
রাকিবের মামি মদিনা বেগম জানান, রাকিব ও তার ছোট ভাই তাঁদের বাড়ি থেকে ৩০০ গজ দূরের মাদ্রাসায় পড়াশানা করত। ১৫ মার্চ সকাল ৮টার দিকে তারা বাড়ি থেকে ভাত খেয়ে মাদ্রাসায় যায়।
দুপুরে রাকিবের ছোট ভাই বাড়িতে এসে ভাইয়ের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় গিয়ে জানতে পারে, তার ভাই মাদ্রাসায় নেই। খবর পেয়ে রাকিবের অভিভাবকেরা মাদ্রাসায় গিয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
এ সময় মাইকিং করার প্রস্তুতি নিলে মাদ্রাসার অধ্যক্ষ মাদ্রাসার সম্মানহানীর দোহাই দিয়ে মাইকিং করতে নিষেধ করেন। রাকিবের বাবা ও মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাতেই শ্রীনগর থানায় সাধারণ ডাইরি করেন।
আজ রোববার সকালে কেয়াটখালী এলাকায় অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেন। পরে শ্রীনগর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শ্রীনগর থানার এসআই আপন মজুমদার বলেন, ‘পাঞ্জাবি দেখে রাকিবের স্বজনেরা লাশ শনাক্ত করেছেন।’
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’