৩৫ দিন পর নিখোঁজ নারীর মরদেহের কঙ্কাল উদ্ধার

মুন্সীগঞ্জ সদরে আলুক্ষেতে পুতে রাখা নিখোঁজ হালিমা বেগমের মরদেহের কঙ্কাল উদ্ধার করছে পুলিশ। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জ সদরে আলুক্ষেতে পুতে রাখা অবস্থায় ৩৫ দিন ধরে নিখোঁজ হালিমা বেগমের (৩৪) মরদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আলুক্ষেত থেকে তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাটি খুঁড়ে ওই নারীর মরদেহ দেখতে পায়। পরে আলুক্ষেতের পাশে পড়ে থাকা জামাকাপড় দেখে ওই নারীকে শনাক্ত করে পরিবার। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহের কঙ্কাল উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এতথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য মর্গে পাঠানো হচ্ছে।
পরিবার জানায়, ডিসেম্বরের ৯ তারিখ থেকে নিখোঁজ ছিলেন হালিমা বেগম। পরে এ ঘটনায় সদর থানায় অপহরণ মামলা করে তাঁর পরিবার।
সদর থানার ওসি সাইফুল আলম জানান,অপহরণ মামলার প্রধান আসামিকে কারাগার থেকে পুনরায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।